বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া চট্টগ্রাম:

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় পূর্ব ঘোষণা অনুযায়ী লোহাগাড়া উপজেলার পদুয়া বাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১০ পরিবারকে ভ্যান গাড়ি, ঢেউটিন,হুইল চেয়ার এবং নগদ অর্থ সহায়তার এক বিরাট মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্দ্যেক্তা ও সমন্বয়কারী ফয়েজ চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানে মোট ১২টি সুবিধা বঞ্চিত পরিবারকে বিভিন্ন বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে সহায়তা প্রদান করা হয়েছে।

সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুল কবির আল কোরআন তেলাওয়াত এবং সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ ফৌজুল আজিমের সভাপতিত্বে কার্যক্রম শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব মুহাম্মদ মেহেদী হাসান রানা সন্চলনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে চুনতি ইউনিয়ন ০৯ নাম্বার ওয়ার্ড উত্তর পানত্রিশা এলাকার বাসিন্দা জনাব ছাবের আহমদের পুত্র মুহাম্মদ সেলিম উদ্দিন’কে দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় ০১টি ভ্যান গাড়ি প্রদান করা হয়।(০২)(৪৪৮ পর্বে) কলাউজান ইউনিয়ন ০৭ নাম্বার ওয়ার্ড পূর্ব কলাউজানের বাসিন্দা জনাব মুহাম্মদ মুখলেছুর রহমানের পুত্র জনাব মুহাম্মদ নুরুল কবির’কে দরিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ০১টি ভ্যান গাড়ি প্রদান করা হয়।(০৩)(৪৪৯ পর্ব) চরম্বা ইউনিয়ন ০১নাম্বার ওয়ার্ড আতিয়ার পাড়ার বাসিন্দা জনাব ফরিদুল আলমের অসুস্থ পুত্র মুহাম্মদ কাউছার’কে হুইল চেয়ার প্রদান করা হয়।(৪) (৪৫০) আমিরাবাদ ইউনিয়ন এর ০৬ নাম্বার ওয়ার্ড নাথ পাড়ার বাসিন্দা জনাব বাদল কান্তি নাথের স্ত্রী সাথী দেবকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।(০৫)(৪৫১পর্বে)আধুনগর ইউনিয়ন এর ০৮ নাম্বার ওয়ার্ড উত্তর হরিণা চৌধুরী পাড়ার বাসিন্দা জনাব মৃত আহমদ মিঞার অসুস্থ পুত্র আহমদ কবির’কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়.(০৬)(৪৫২ পর্বে) পুটিবিলা ইউনিয়ন ০৮ নাম্বার ওয়ার্ড গৌড়স্থান সিকদার পাড়ার বাসিন্দা জনাব নজির আহমদের পুত্র মুহাম্মদ মোজাম্মেল’কে ঘর সংস্কার বাবদ ০২বান ঢেউটিন প্রদান করা হয়।(০৭)(৪৫৩ পর্বে) পুটিবিলা ইউনিয়ন ০৭ নাম্বার ওয়ার্ড গৌড়স্থান চৌধুরী পাড়ার দক্ষিণ পাড়ার বাসিন্দা জনাব জাফর আহমদের অসুস্থ মেয়ে মোছাম্মৎ জুবাইদা’কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।(০৮)(৪৫৪ পর্বে চুনতি ইউনিয়ন এর ০৯ নাম্বার ওয়ার্ড উত্তর পানত্রিশার বাসিন্দা জনাব মুহাম্মদ ইদ্রিসের স্ত্রী মোছাম্মৎ শাহেদা বেগম’কে দরিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ০১টি সেলাই মেশিন প্রদান করা হয়।(০৯)(৪৫৫ পর্বে)আমিরাবাদ ইউনিয়ন এর ০৩ নাম্বার ওয়ার্ড সিকদার পাড়ার বাসিন্দা জনাব শফিকুর রহমানের স্ত্রী মোছাম্মৎ আঞ্জুমান আরা বেগম’কে ঘর সংস্কার বাবদ ০২ বান ঢেউটিন প্রদান করা হয় (১০)(৪৫৬ পর্বে)লোহাগাড়া সদর ইউনিয়ন ০৫ নাম্বার ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার বাসিন্দা জনাব ওমর ফারুকের স্ত্রী মোছাম্মৎ নূর চেমন’কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় (১১)(৪৫৭ পর্বে)আধুনগর ইউনিয়ন ০৬ নাম্বার ওয়ার্ড দামির ঘোনার বাসিন্দা জনাব মৃত আহমদ হোসেনের মেয়ে মোছাম্মৎ জেসমিন আক্তারের যৌতুক বিহীন বিয়েতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। (১২)(৪৫৮পর্বে)পুটিবিলা ইউনিয়ন ০৭ নাম্বার ওয়ার্ড গৌড়স্থান লাকড়ি পাড়ার বাসিন্দা জনাব রিয়াদ আহমদের অসুস্থ পুত্র মুহাম্মদ আনাস’কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়.।পরিশেষে দুবাই প্রবাসী মুহাম্মদ সোহেল ও ওমান প্রবাসী মুহাম্মদ শহীদ’কে বিশেষ সম্মাননাস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মৌলনা মুহাম্মদ গোলাম রছুল কমরী সাহেব ও মুন্সি ফরিদ উদ্দিন চৌধুরী সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ইউনিয়ন প্রতিনিধি এবং সফররত প্রবাসী শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ ও বিশেষ মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজের বিত্তবান লোকেরা সম্মিলিত প্রয়াসে মানবিক কাজে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেছেন প্রধান উদ্দ্যেক্তা ফয়েজ চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102