নিজস্ব প্রতিবেদক:
আজ স্বজনের উদ্দোগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড় বাড়িতে পালিত হলো ১৪৯ তম জন্মদিবস পালন।
এই দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামতাবেড় বাড়ি থেকে পদযাত্রা শুরু হয় প্রবল বৃষ্টির মধ্যে।
এই পদযাত্রায় অংশগ্রহণ করেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, বিশিষ্ট কবি ও বিজ্ঞানী ড. অলকানন্দা গোস্বামী, তাইওয়ানের বিশিষ্ট কবি ও বিজ্ঞানী অমিতাভ দত্ত, বিশিষ্ট চিকিৎসক ও কবি সিরাজুল ইসলাম ঢালি, কবি ও গীতিকার সোমনাথ চক্রবর্তী,
শিশু সাহিত্যিক উৎপল ধারা, মহিলা ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জী ও বহু শরৎ প্রেমী মানুষ জন ।
সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি কিন্তু কোন কাজ হচ্ছে না। বাঙ্গালী সাহিত্যিক কে অসম্মান করা
ভারতীয় রেলওয়ে বোর্ডের ।
আগামী দিন এই দাবি তে
রেল লাইনে বসে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে প্রতিবাদ করা হবে। এই দাবীতে
কবিতা প্রতিযোগিতা ঘোষণা করা হয়। এই দিন বৃক্ষরোপণ, চারাগাছ বিতরণ, কবিতা পাঠ ও গুনী জনদের সম্মান প্রদান করা হয়। সকলকে বরন করে নেন মাফুজ রহমান মিদ্দ্যা ও পৌলভি মিশ্র।
বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন কবি , সমাজসেবী ও ভারত প্রেমী খাইরুল আলম ।
ওনার হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।