মো: শুকুর আলী,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ০৪ আগষ্ট ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০:৩০ ঘটিকায় পুলিশ সুপার আ’ ফ’ ম আনোয়ার হোসেন খানের নেতৃত্বে বিশেষ অভিযানে পুলিশের টিম তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসে।
পুলিশ সুপার আ’ফ’ম আনোয়ার হোসেন খান তাৎক্ষণিক সাংবাদিকে জানান,গত ০৪ আগস্টে সুনামগঞ্জ শহরে বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে হামলায় দায়ের করা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান,আগামীকাল শুক্রবার এম এ মান্নানকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এই ঘটনাসহ ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার সকল বিষয়ে জানতে চাওয়া হবে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ০৪ আগষ্ট ঘটনার মামলায় আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ০২ সেপ্টেম্বর ২৪ ইং, ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট কে ০১ নম্বর ও এম এ মান্নানকে ০২ নম্বর আসামী করা হয়েছে।
প্রসঙ্গত. ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এম এ মান্নান আওয়ামী লীগের (নৌকা মার্কায়) দলীয় র্প্রাথী হন। নির্বাচনে ধানের শীষ প্রতীকে শাহিনুর পাশা চৌধুরী ৫৬,৪৭১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন।
এ দিকে এম এ মান্নান ১,৩৩,৫৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নব-নির্বাচিত হন। সেই থেকে সুনামগঞ্জ-৩ আসনে টানা ৪র্থ বাররে মতো গেল নির্বাচনে আওয়ামী লীগরে মনোনয়নে জয়ী হয়ছেলিনে পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।