ছড়া লেখা নয়তো সোজা
ভেবে লিখতে হয়,
ছড়াকার তাই লিখেন ছড়া
অন্য লোকে নয়।
শিশু ছড়া লিখতে গেলে
লাগে প্রচুর জ্ঞান,
আরও দরকার সুন্দরভাবে
মনোযোগ আর ধ্যান।
ছড়া হলো ছোট শিশুর
এক রকমের গান,
ছন্দ সুরে পড়লে যে তা
জুড়ায় শিশুর জান।
উচ্চস্বরে ছড়া যখন
পড়ে শিশুর দল,
খুব সহজেই শেখে তারা
পায় যে অনেক ফল।
ছন্দ মাত্রা সঠিক ভাবে
জানা আছে যার,
মজার ছড়া লেখার ক্ষত্রে
নেই কোনো ভয় তার।