‘সুজন কুমার রায়’
ঢাকের আওয়াজ এখনো বাজে তবুও যেন বিষাদে ভরা মন,
বিজয়া দশমীতে আজ বিসর্জন শেষে মাগো তুমি অশ্বে করে কৈলাশে করবে গমন।
জগৎ জননী মাগো তোমার চলে যাওয়ার ক্ষণে আজ সকলের হৃদয় হয়েছে উদ্বেলিত,
কৃপাময়ী মাগো তুমি কৃপা করে হরণ করো জগৎ সংসারের মাঝে দুঃখ কষ্ট আছে যত।
সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো মাগো তুমি তোমার চরণ পদে জানাই প্রার্থনা,
মৃন্ময়ী মাগো তোমার আশীর্বাদের হাত যেন ভুলিয়ে দেয় সকল যাতনা।
নৌকায় করে মর্ত্যে এসেছিলে মাগো- বিসর্জন শেষে অশ্বে করে কৈলাশে করবে গমন,
তোমার আগমনী সুরে মিলন মেলায় মেতে ছিলো কতই না স্বজন আপনজন।
তোমার বিদায় বেলায় আজ দুঃখ ভারাক্রান্ত হয়েছে সকলের মন।
বিজয়া দশমীতে আজ মাগো তোমায় দিতে হচ্ছে বিসর্জন।
ব্যথিত হৃদয়ে ভক্ত সবাই সজল নয়নে কাঁদে,
চিন্ময়ী মাগো তুমি সবার প্রতি কৃপা করো তোমার আশীর্বাদে।
বছর ঘুরে মর্ত্যে আবার এসো মাগো তোমার প্রতি রইল আহ্বান।
ত্রিশূলধারিণী মাগো তুমি কৃপা করো বিজয়া দশমীতে আজ তোমায় দিতে হচ্ছে বিসর্জন।