বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

সনেট: কবি, ছান্দসিক ও মাদ্রাসা শিক্ষক ইমদাদুল ইসলামকে

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

ঋদেনদিক মিত্রো  (কলকাতা)  

কবি, ছান্দসিক সহ মাদ্রাসা শিক্ষক, 
তিন অহংকারি পরিচয়ে সেই নাম, 
তীব্র তীক্ষ্মশ্রী ইমদাদুল ইসলাম, 
বিস্তৃত অনেক জ্ঞানের তীব্র বীক্ষক। 

অক্ষরবৃত্ত ছন্দয় আপনার পথ —
পাঠ্য পুস্তকের ছন্দ-রীতি মেনে তান, 
আপনার জ্ঞানে দিয়ে প্রচুর সম্মান — 
অবাধ্য হতে চেয়েছি দিয়ে নিজ মত। 

“জন্ম” দু’মাত্রা ব’লে “চলতে”-ও দু’মাত্রা,
“চলতে” উচ্চারণে হয় “ল” ও “তে” জোড়, 
কিন্তু সনেটের বাক্যে অন্তপ্রানে তোড় 
চাক্ষুষ অক্ষরবৃত্তে চায় জয়যাত্রা।  

ছান্দসিক ছন্দ ব্যাখ্যা করেই নিস্তার, 
কবি লিখতে গিয়ে ছোঁয় আরো বিস্তার। 

——–
কবি কথা:
ঋদেনদিক মিত্রো,
পেশায় ইংরেজি ও বাংলাভাষায় কবি-উপন্যাসিক-গীতিকার-কলামিষ্ট, স্প্যানিস ভাষা শিক্ষনের পরে এইভাষাতেও লেখার প্রস্তুতি চলছে। কলকাতা, ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102