কলমে: সাহেলা সার্মিন
——————————
বড় বড় বুলি আর দিয়ে হাতে তালি
চলে এরা পিছে পিছে যারা করে দলাদলি।
দু’আনা কাজ করে চারআনা ঘুমায়
ছ’আনা খুঁজে তারা কিভাবে অন্যের ক্ষতি হয়!
আয় বললেই চলে আসে ছেলেরা দলে দলে
বড় কষ্টে বলতে হয় সব আজ নষ্টদের দখলে!
অফিস আদালত কিংবা স্কুল কলেজে
মিথ্যা সাক্ষ্য দিচ্ছে নির্দিধায় এজলাসে।
উকিল লিখছে কেইস সাক্ষীর কাছে যেচে
মিথ্যাকে সত্য করে মনুষ্যত্ব দিচ্ছে বেঁচে।
টাকার কাছে নিজেকে দিচ্ছে বলি নানা ছলে।
বড় কষ্টে বলতে হয় আজ সব নষ্টদের দখলে!
ছলচাতুরী ধোঁকাবাজ আর পরনিন্দা
নিজেরাই আত্মসাৎ করে নিরন্নের চান্দা।
নরনারী সব দিচ্ছে ধোকা একে অপরকে
খাচ্ছেও ধোকা আর অপবাদ তবুও বড় ভাবে নিজেকে।
এরা হয় কখনও কুমারী মাতা ভ্রুণ ফেলে হাসপাতালে
বড় কষ্টে বলতে হয় আজ সব নষ্টদের দখলে!
লেখাপড়া নেই ছাত্ররা আছে মোবাইল ফোনে
মাঠে খেলাধূলা নেই আছে ঘোরাঘুরি আর ফানে।
ক্লাসে অধ্যয়ন ও পাঠের চর্চা নেই প্রেম চর্চা চলে
শিক্ষকের প্রতি সম্মান নেই অপমান করে ছলেবলে।
শিক্ষকের শাসন গেছে উঠে তাই দুর্গতি কপালে
বড় কষ্টে বলতে হয় আজ সব নষ্টদের দখলে!