-এম. আব্দুল হালীম বাচ্চু
সময় অতি রহস্যময় বদলায় ক্ষণে ক্ষণে
কখনও বা আগুন লাগায় ফোটা ফুলের বনে!
কখনও বা কারও হাতের পুতুল হয়ে খেলে
আবার দেখি কারও কপাল পেছন দিকে ঠেলে!
সময় যেন স্বাধীন প্রাণী ঘোড়ার মতো লাফায়
ইচ্ছে হলেই যখন তখন লাথি মেরে কাঁদায়!
কখনও বা ভূতের মুখে সোনার চামচ দেয়
ইচ্ছে হলেই যখন তখন কেড়েও দেখি নেয়!
সময় কাউকে লাগাম ছাড়া অহংকারী বানায়
আবার কাউকে বছর বছর আলালের পা চাটায়!
সময় যখন কথা বলে কেউ শুনি না কানে
শুনলে কি আর ধরত মানুষ যখন তখন ভান?