মতিউর রহমান, সরিষাবাড়ী জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন উপজেলা শাখা শিক্ষক সমিতির উদ্যোগে সহ-কর্মীর বিধবা স্ত্রীকে আর্থিক চেক বিতরণ করা হয়েছে। গেন্দার পাড়া মসজিদের ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক দুই সন্তানের জনক মরহুম মাওলানা জাহিদুল ইসলামের বিধবা স্ত্রীর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। ১৯ সেপ্টেম্বর দুপুরে ইসলামী ফাউন্ডেশনের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।
ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ী শাখায় কর্মরত শিক্ষকদের সার্বিক সহযোগিতায় ২০ হাজার টাকার ব্যাংক চেক বিতরণের সময় হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ,মুফতি মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আবু বকর ও ইফা ফিল্ড সুপার ভাইজার আবু সালেহ্ মুহামদ ইমরানের সার্বিক সহযোগিতায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে এ সময় উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, পিআইও জামিল আহমেদ।মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলার সোনামুই এলাকার বাসিন্দা মরহুম জাহিদুল ইসলাম দশম শ্রেণি ও ৪র্থ শ্রেণি পড়ুয়া দুটি ছেলে সন্তান রেখে দুই মাস আগে মারা যান। সহকর্মীদের সামান্য অনুদানে কিঞ্চিত হলেও উপকৃত হবে বলে আশা করা যায়।