মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে ২৮টি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। অত্র উপজেলায় ২৭ টি সার্বজনীন ও ১টি পারিবারিক পূজা হচ্ছে। ইতি মধ্যে নির্বিঘ্নে সবার সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছেন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে উপজেলায় পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, সব পুজা মন্দিরগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সে বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর রেজা, ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এনএসআই প্রতিনিধি এমরান আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিউলী বেগম প্রমুখ।
এদিকে দুপুরে সেনাবাহিনীর লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ (পিএসসি), মেজর রেজা, ওয়ারেন্ট অফিসার সাইদুর রহমানসহ সেনাবাহিনীর টিম উপজেলা সদর মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আয়োজিত কাইতকোনা পূজা মন্দির, জনতাবাজার মন্দির সহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে লে. কর্নেল নাফিজ ইমাতিয়াজ (পিএসসি) বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহযোগিতা করবে। কোনো ভাবেই আইনশৃংঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, আমাদের উপজেলায় শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকল মহলকে নিয়ে ইতোমধ্যে সভা করেছি। বিশ্বম্ভরপুর উপজেলায় সুন্দর পরিবেশে পূজা করে আমাদের সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে চাই আমরা।