একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ পৌর শহরে ফল বিক্রেতাদের উচ্ছেদ করার কারণে ফল বিক্রয় এখন বন্ধ রয়েছে। ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। ফল বিক্রেতারা মামলার ভয় ভীতিতে তাঁরা ব্যবসা বন্ধ করে আতংকের মধ্যে রয়েছেন। এহেন পরিস্থিতিতে ফল বেচাকেনা বন্ধ থাকায় ক্রেতা সাধারণ রয়েছেন বিপাকে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের ডাকঘর প্রাঙ্গন থেকে গড়ে উঠা ট্রাফিক পয়েন্ট পর্যন্ত সকল ফলের দোকান বন্ধ রয়েছে। ফল ব্যবসায়ী বিকাশ দাস বলেন, পৌরসভা যেদিন থেকে অভিযান চালিয়ে ফল মার্কেট বন্ধ করে সেদিন থেকে আমরা ব্যবসায়ীরা ফল বিক্রয় বন্ধ করে হাত পা ঘটিয়ে বসে আছি। ব্যবসায়ীরা বলেন, প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা ফল বিক্রয় শুরু করতে পারি। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ফল মার্কেটে উচ্ছেদ অভিযান চালান সুনামগঞ্জ পৌর প্রশাসন। এ সময় ব্যবসায়ীরা হামলা চালালে পৌরসভার চারজন কর্মচারী আহত হন।