রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম এক কথায় পুরো উপজেলা জুড়ে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে হাজারো কৃষক কৃষাণীর স্বপ্ন। প্রতিটি শীর্ষ যেন কৃষকের জীবনের স্বপ্ন সামনে ভবিষ্যৎ নির্ভর করছে।এ উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত কটিয়াদী উপজেলা।
এ উপজেলা হচ্ছে কৃষি নির্ভর। সব চেয়ে বেশি হয় রোপা আমন।প্রতিটি মাঠে শোভা পাচ্ছে কোথাও লালছে কোথাও সবুজ আবার পুরোটাই লালচে।কোথাও আবার আগাম জাতের ধান কাটা মাড়াইয়ের কাজ পুরোদমে শুর“ হয়েছে। আগাম জাতের ধান বাজারে ভালদাম থাকায় কৃষকরা খুশি।পাশাপাশি খরের দামও বেশি পাচ্ছেন। অনেক কৃষকের সাথে কথা বলে জানা যায়, আগাম জাতের ধান কেটে উক্ত জমিতে সবজি ও সরিষা রোপন করা হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম ভূঞা জানান এ উপজেলায় ১৩হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের আশা ব্যক্ত করেন।