মোঃ আহ্সান কবির রিজওয়ান
আমি কখনো তাদের তরে/কাছে মাথা নত করব না,মাফ করব না,তারা বিশ্বাস নিয়ে খেলা করেছে।বিপদের সময় তাদেরকে পাশে পাইনা,তারা স্বার্থপর।মুখোশধারীদের সাথে অন্য কেউ পথ চলুক,যার প্রতি আমার মন তিতা হয় তাকে আর মনে জায়গা দেইনা।আজকে তুমি সুযোগ পেয়েছো কালকে অন্য কেউ সুযোগ পাবে,এইভাবে সময় ফুরিয়ে যাবে।তারা আমার কে?আমিতো মাঝেমধ্যে সমাজ থেকে বঞ্চিত হয়ে যাই,এই সমাজ শুধু জন্ম দিতে ও চোখে জল দেখতে পারবে নিজেকেই নিজে লালিত-পালিত করতে হয়।আল্লাহ আমাদের সৈনিক করে পাঠিয়েছেন,যেখানে সংগ্রাম ছাড়া কিছু নেই।মানুষ রূপে আমরা পণ্য হয়ে গেছি,তোমার জন্য টাকা ব্যয় করবে অতচ তোমার দ্বারা ইনকাম করে নিবে না!এমন কিন্তু হয়না।ভালবাসা বলতে কিছু নেই,যেটা আছে সেটাকে বলে সুবিধাভোগী আর এটার মধ্যে আমরা সবাই পইরা গেছি।আমি যখন বেকার তখন পরিবারটা আমায় পছন্দ করেনা।আমরা মানবতার মানুষ হতে পারিনি,
ভগবান-গড বলতে কিছু নেই মানুষের নীতির মায়াটাকে তা ভেবে থাকি।যতই বিজ্ঞান,মানবিক বা ব্যবসা পড়ালেখা করি,মানুষ গড়ার কারিগর হতে পারিনা!সবার মাঝে একটা লোভ থাকেই।