মোঃ আহ্সান কবির রিজওয়ান
তার সাথে আমার সম্পর্ক আছে কি-না বলতে পারছিনা, সকলে ভাল থাকুক। তার যেটা ভাল লেগেছে সেটাই করতে পারে, স্বাধীন ভাবে চলতে চাইছে সে ভাল মানুষ ছিল সমাজের কাছে আজও আমি পাগল। মাঝেমধ্যে ইচ্ছে করে সমাজ নিয়ে প্রতিবাদ করি কিন্তু থেমেও যেতে হয়, কারণ এটা আমার জন্মভূমি সমাজে আত্মীয়-স্বজন বসবাস করে। কিন্তু মুখোশধারী জাতির সাথে পথ চলতে চাইনা, বেইমান বিলুপ্ত হউক। সে আমার মন পিঞ্জর ভেঙ্গে বাহির হয়েছে, এখন কীভাবে আবার ফিরে আসবে! সাপ-বেজি ইত্যাদির চোখ পড়তে পারে। অন্যায়-অপরাধকে স্বাধীন বলা যাবেনা। অগ্নি, তুফান ও বায়বীয়কে আমি পুষি, এক পায়ে দাড়িয়ে থাকা তাল গাছটি ছিলাম আমি। আর কী কইব, কথা হৃদয় থেকে যদি সৃষ্টি না হয়।
_অ্যাডমিন, কবি আব্দুল গফুর সাহিত্য পরিষদ। সাবেক সমাজকল্যাণ সম্পাদক (রংপুর বিভাগীয়),আস সুফিয়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। মেইন সম্পাদক (যৌথ কাব্যগ্রন্থ), উদীয়মান কবিদের জাগ্রত কলম। সাবেক ছাত্র, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি, গাইবান্ধা। প্রতিষ্ঠাতা ও পরিচালক, পায়রাভরত একাডেমি। শিক্ষার্থী সাহিত্যিক, আজকালের আলো। স্বপ্ন সেনাবাহিনী হতে চাই।মোবা:01703134168.