এস এম মনিরুজ্জামান আকাশ
(সুত্রঃ লার্নেড মোছাঃ কুলসুম খাতুন শাহাজাদী-কে উৎসর্গীত)
হয়তো কখনো আর হবেনা দেখা
কথা হবেনা কভূও প্রাণ খুলে,
অগোচরে রয়ে যাবে দুটি প্রান
হয়তো সবই যাবে এ মন ভুলে!
হয়তো কর্ম ব্যস্ততায় যে সময়
অজান্তেই বয়ে যাবে রোজ,
মন থেকে মন আলাদা হবে
থাকবেনা অপরাধী মনের খোঁজ!
কতজনই চেয়েছে দেখতে আমায়
পরিস্থিতি বেধেছে বাস্তবতার দেয়ালে,
আমি শত সহস্র ইচ্ছার প্রতি সম্মান
দেখাতে পারিনি অদৃশ্য কোন খেয়ালে।
আমার সহজ সরল পাপিষ্ঠ মন
আমাকে দেয়নি জীবনে স্বাধীনতা,
নিঃরবে কেঁদেছে লোকের অগোচরে
মন করেছে বরন চিত্তে পরাধীনতা!
পারিপার্শ্বিক চাপের দেয়ালে রিক্ত মন
স্বপ্ন অবরুদ্ধ বেদনার চাদরে ঢাকা,
পরাজিত হতে হতে স্বত্ত্বা মেনে নিয়েছে
নিয়তির নির্মম পরাজয় ভাগ্যে লেখা!
ক্ষমা পাবেনা জানি এ মন আমার
কত মনের দীর্ঘশ্বাসে লুকানো ব্যাথাায়,
এ বুকে চেয়েছে তারা বলেনি আমাকে
সে কথা বলতে চেয়েও বিশ্বাস হীনতায়!
যে জন মনের গহীনে উঁকি দিয়ে গেছে
সেতো আসেনি খোঁজ খবর নিতে ফিরে,
নিঃস্বতার চার দেওয়ালে বন্দী বোকা মন
না দেখে হৃদ ক্ষত রক্তক্ষরণে গেছে মরে......
লেখক:
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর,পাবনা।