মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো প্রধান:
লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত হিফজ সবক প্রদান ও হিফজ সম্পন্নকারীদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২৪, শনিবার বিকাল ৩ টায় মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আব্দুশ শাকুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব মাওলানা সলিমুল্লাহ হাবিবী সাহেব।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আব্দুর রহমান আব্দুল্লাহ’র সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ ইসতিয়াক বিন মুস্তফা’র গর্বিত পিতা, পদুয়া বাগমুয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও বীর রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর সত্ত্বাধিকারী হাফেজ মুহাম্মদ আবু ছিদ্দিক, কলাউজান রশিদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হাসান, মাষ্টার মোবারক হোসাইন, মাষ্টার আইয়ুব আলী, মাষ্টার আবু বকর, লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, মাওলানা মুহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট ব্যবসায়ী সায়েম চৌধুরী।
অনুষ্ঠানে আগত অতিথিরা মাত্র ৩ মাস ১৬ দিনে পবিত্র কোরআন হিফজ করায় হাফেজ মুহাম্মদ ইসতিয়াক বিন মুস্তফা ও তাঁর গর্বিত পিতা মুহাম্মদ গোলাম মোস্তফা কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।