কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
হোক যত অখ্যাতি অপযশ করিনা ভয়
আমি তো এখন আর তোমার নয়!
নেই পায়ে বেড়ি কোন নারীর শৃঙ্খল
আমি এখন বৃন্দাবনের মুক্ত রাখাল!
কেউ একদিন ডাকতো গোপাল গোবিন্দ রাধা রমণ
যদি-ও বাস ছিলোনা মোর গোকূল বৃন্দাবন!
যদি হতে তুমি কাননের সুগন্ধি ফুল
আমার ভালো বাসার বিহগ চিনতে, করতে না ভুল!
ফেলে গেলে অন্ধ গলির বদ্ধ এক ঘর
বুকের পরে চেপে গেলে সহস্র টন পাথর!
কলঙ্ক তিলক একে গেলে অভাগার ভালে
ভয় করি না কোন বদনাম ধুঁকে মরার কালে!
গোলাপ গালে চুম্বন আঁকতে এখন ও ইচ্ছে জাগে
তুমি তন্বী আলোক দ্যুতি বিচ্ছুরিত তব ক্যাটআই চোখে,
চাওয়া-পাওয়ার দাঁড়ি পাল্লায় যোগবিয়োগের ভুল
তুমি আজ সূদুর নীহারিকা আকাশ মর্ত কূল!
আজ আর ন্যায় অন্যায় টানাপোড়েনে, বিবেকের কষাঘাতে
বেদনাবিধুর বিদায় স্মরনে, রক্ত ঝরে না কোনোমতে!
রৌদ্র ছায়া শীত-বসন্ত স্মৃতির দোলায় চড়ে
জীবন আমার যাচ্ছে চলে মৃত্যু পাঞ্জা লড়ে!