এম, আলমগীর হোসেন
বছর শেষে ফিরে আসে
হিসেবে কষার দিন,
হাল সময়ের খাতায় শুধু
জমা পড়ে ঋণ।
কত বছর পার হয়েছে
বাকি কত কাল?
কোথায় ছিলাম কোথায় আছি
কোথায় রবো কাল।
পূর্বসূরী গেছে ছাড়ি
ফিরল না সে আর,
একই পথের যাত্রী সবাই
কেউ আগে কেউ পর।
ক্ষণিক তরে ধরার পরে
পাঠালো যে জন,
তাঁকে স্মরণ করে যেন
হয় বর্ষবরণ।