রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

কবিতা: তৃষ্ণার্ত ভালোবাসা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

কলমে: কামরুন নেসা লাভলী

আমি ভালোবেসে পার্বতী হয়েছি
তুমি দেবদাস হতে পারো নি

আমি তো জুলিয়েট হয়ে তোমার – ই
বিমুগ্ধ প্রেমে জীবন্ত কবর বাস করছি
তুমি রোমিও হতে পার নি

আমি তো শিরিন হয়ে তোমার -ই নামের মালা
জপতে জপতে হয়েছি ব্যাকুল
কিন্তু তুমি কেন ফরহাদ হলে না ?

আমি রজকিনী হয়ে
ইতিহাসে করে নিয়েছি জায়গা
কিন্তু দূর্ভাগ্য তুমি চন্ডীদাস ও হলে না

আমি লাবণ্য হয়ে সয়েছি কঠিন আঘাত
তুমি অমিত ও হলে না

আমি লাইলী হয়ে তোমার দুঃখ মুছতে চেয়েছিলাম
হয়তো ছিল না সুখ তা -ই
তুমি মজনু ও হতে পারনি

আমি রাধা হয়ে বৃন্দাবনে তোমার-ই প্রতিক্ষায়
গুনেছি এক একটি প্রহর – কেন তুমি
কৃষ্ণ ও হতে পারনি ?

আমি বনলতা সেন হয়ে দীর্ঘ প্রতিক্ষার পর
তোমার অবসাদ দূর করতে চেয়েছি
কিন্তু তোমার প্রিয়তম
হওয়া ও হলো না।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102