শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

চরফ্যাশনের এওয়াজপুর ছয় নং ওয়ার্ডের বিএডিসি’ র সেচ প্রকল্প ষড়যন্ত্রের কবলে।

Sanu Ahmed
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫১০ Time View

মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক আজকালের আলো ভোলা, বরিশাল, বাংলাদেশ।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ছয় নং ওয়ার্ডের বিএডিসি’ র এল এল পি সেচ প্রকল্প বন্ধ হবেনা। ঐ জেলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বিএডিসির এল এল পি স্কিম এর সেচ বাধাগ্রস্ত করার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট অচল করার পায়তারা চলছে। উক্ত সেচ এর আওতায় প্রায় ১২০ একরেরও বেশী জমি চাষাবাদের আওতাধীন। নিকটবর্তী বিএডিসি খাল থেকে পানি নিয়েই ঐ সেচের আওতার জমিতে পানি দেওয়া হয়। কতিপয় মহল সরকারি সিএমপি সড়কস্থিত ব্রীজ সংলগ্ন উক্ত খালটি ভরাট করে সরকারী সেচ প্রকল্প অচল করার পায়তারায় নিয়োজিত থাকার খবর পাওয়া গেছে। সেচ প্রকল্পের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে যে, উক্ত প্রকল্পটি বন্ধ করার জন্য সরকারী কোন ব্যবস্থাই আনীত ও গৃহীত হয় নাই। তাই সেচ কাজ অচল করার যে কোন তৎপরতাই বন্ধ করার জন্য স্থানীয় সকল মহলের তৎপরতা সোচ্চার হতে দেখা যাচ্চে। ছবিতে- সরজমিনের প্রকল্প সংশ্লিষ্ট বিএডিসি খাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102