শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন করেন সালমা পারভীন

Sanu Ahmed
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৩২২ Time View

 

একে মিলন সুনামগঞ্জ থেকে :
“শেখ হাসিনার বাংলাদেশ” ক্ষুধা হবে নিরুদ্ধেশ’ সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তদারকিতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে চাল ডিলারের মাধ্যমে জনপ্রতি ৩০ কেজি করে প্রতি কেজি ১৫ টাকা দরে সুষ্ঠুভাবে সঠিক ওজনে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি সুনামগঞ্জ সদর উপজেলাগৌরারং ইউনিয়নের রাধা নগর, টুকের বাজার,লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর বাজার পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু কপাল দাস।ভোক্তারা উপজেলা নির্বাহী অফিসারকে সিদ্ধ চালের পরিবর্তে আতব দেওয়ার অনুরোধ করেন। লাইনে দাঁড়ানো ভোক্তারা বলেন সুনামগঞ্জের লোকজন আতব চাল পছন্দ করে এখানে সিদ্ধ চাল দিলেও স্থানীয় বাজারে ভোক্তারা সিদ্ধ চাল বিক্রি করে আতব চাল ক্রয় করে।লক্ষণশ্রী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সদস্য সেলিম আহমদ বলেন, ভোক্তাদের চাহিদা আতব চাল কিন্তু গোদাম থেকে সিদ্ধ চাল দেয়া হচ্ছে। তিনি ও উপজেলা নির্বাহী অফিসারকে আতব চাল দিতে অনুরোধ করেন।গৌরারং ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিন বলেন, ভোক্তারা সিদ্ধ চাল পাচ্ছে। তিনি সুষ্ঠু সুন্দর ভাবে চাল বিক্রি হচ্ছে বলে মন্তব্য করেন।সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন বলেন, বিক্রয় কার্যক্রম সুষ্ঠু ভাবে চলমান আছে। ভোক্তারা লাইনে দাঁড়িয়ে সিদ্ধ চাল নিচ্ছে তবে তাদের দাবি আতব চাল হলে ভাল হয়।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু কপাল দাস বলেন ৯টি ইউনিয়নে ২৭ জন ডিলারের মাধ্যমে ১৪০৯৩ জন ( ইউ সি এফ কতৃক অনুমোদিত) ভোক্তারা ১৫টাকা কেজী দরে চাল বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহতী উদ্যোগ সফল করতে খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন কতৃক ট্যাগ অফিসার গণ তদারকি করছেন। তাছাড়া স্থানীয় জন প্রতিনিধিরা মনিটরিং করছেন। খেটে খাওয়া লোকজন স্বল্প মূল্যে চাল পেয়ে খুশি। ভোক্তারা অত্যন্ত সুন্দর সু শৃঙ্খল ভাবে চাল নিচ্ছে এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102