শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৯ অপরাহ্ন

চিত্রশিল্পী মিলন বিশ্বাসের শিল্প সাধনা ফিরিয়ে দিলেন অল্প বয়সী এক তরুণ যুবক “মামুন হাওলাদার”

Sanu Ahmed
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ Time View

আহমেদ হোসাইন (ছানু)-
আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিল্প সাধনা করি সেই শৈশব থেকে। জন্মস্থান বরিশাল ঝালকাঠি,শিল্পী হওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম খুলনাতে ১৯৯৯ সালে মায়ের আশীর্বাদ নিয়ে। বাবা বাড়ি না থাকায় মা বাধা দিয়ে আটকাতে পারল না ।শিল্পী হওয়া খুব কঠিন কাজ ।ছবি আঁকা খুব সাধারণ একটি বিষয়। ইচ্ছা করলে যে কেউ ছবি আঁকতে পারে কিন্তু শিল্পী হতে হলে তার মনুষত্ব বিকাশ ঘটাতে হবে আগে। আমার যত স্বপ্ন যত চিন্তাভাবনা সবকিছুই লিখে রাখার চেষ্টা করি। ২০১১ সালে এসে একটি ফেসবুক আইডি খুলে দেয় আমার এক শিক্ষার্থী বিশ্বজিৎ রায় ।সেই থেকে আমার যত শিল্পচর্চা, লেখালেখি জগতের যা কিছু সবকিছুই যেন আমার ফেসবুকে একটি ডাইরির মতো সংরক্ষণ করে রাখার স্থান। গত ৩০শে অক্টোবর ২০২২ বাবাকে হারিয়ে খুব ব্যতীতভাবে সময়কে অতিবাহিত করছি। হঠাৎ করে ফোনেও বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমার ছেলে সৌহার্দ্য বিশ্বাস ফোনে একটি সফটওয়্যার ইনস্টল করে Google Authenticator সে ক্লাস নবম শ্রেণীতে পড়ে। না বুঝেই সফটওয়্যারটি ব্যবহার করেছিল ।সুবিধা ছিল আমার ফেসবুক টি কেউ কখনো কোন কারনে হ্যাক করে নিতে পারবে না। আমার ফোনটি বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু করলো বাধ্য হলাম ফোনটি রিসেট মারতে। রিসেট মারলাম ফোনের কিছুটা সমস্যার সমাধান হলো। সমস্ত কিছুই ফিরে পেলাম কিন্তু যখনই আমি ফেসবুক ওপেন করতে যাই তখনই কোনভাবেই আমি আর লগইন করতে পারিনা ।ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে আমি এক অস্বস্তিকর যন্ত্রণা নিয়ে জীবন যাপন করা শুরু করলাম। কারণ ওই ফেসবুকেই ছিল আমার সমস্ত শিল্পচর্চা সাধনার সংরক্ষণ স্থান ।যা কিছু তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল বেশিরভাগ তথ্য এবং আমার যত রাত জাগা জীবনের অনেক রাতের একাকীত্ব প্রহরগুলো ফেসবুকে ধারণ করতাম লেখার মাধ্যমে।
গান ,কবিতা, ছবি আঁকা সবকিছুই ফেসবুকে সংরক্ষণ করে রাখ তাম। ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে নতুন আরেকটি যন্ত্রনা শুরু হলো। সারাদিন খুবই কর্মব্যস্ততায় সময় কাটাতাম ।আমি আমার পরিচিত জন যারা ছিল তাদের সবার কাছে জানার চেষ্টা করলাম কি করে এই বিষয় থেকে আমি সমাধান পাবো।দুমাস পর্যন্ত ঘাটে ঘাটে শুধু ঘুরেছি কোনোভাবেই এর সমাধান হয়নি। সর্বশেষ একজন সন্ধান দিল নিউমার্কেট গেলে এর সমাধান মিলবে। তখন নিজেও ভাবলাম নিউ মার্কেটে হয়তো অনেক অভিজ্ঞ লোক থাকে। ওখানে গিয়ে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হলো। নিজের আইডিটা যেগুলো গণমাধ্যমে সবাই দেখতে পারতো সেই পোস্টগুলো আর দেখা সম্ভব হচ্ছে না ।কারণ ফেসবুক আইডিটা তারা যে বারবার চেষ্টা করেছে বিভিন্ন মাধ্যমে বের করার তাতে ফেসবুক কর্তৃপক্ষ আমার আইডিটি ব্লক করে দিয়েছে । আবার নতুন করে যন্ত্রণা শুরু হলো ।এখন আর আইডির কোন কিছুই আমি দেখতে পারছি না ।তবে তারা ওখান থেকে ময়লাপোতার একটি লোকেশন দিল। একটি সাইবার ক্যাফ জয় ডট কম সেখানে গেলাম দু’ঘণ্টা বসে থেকে তার সাথে কথা বলার সুযোগ হলো অবশেষে। সেখান থেকে বলল আমি এ ধরনের কাজ করি না ।আবারও মন খারাপ করে ব্যর্থ হয়ে ফিরে আসার জন্য উঠে দাঁড়ালাম। তখন তিনি আমাকে একটু উপকার করেছেন ।জয় ডট কম পরিচালনা করেন একজন ভদ্রমহিলা। তিনি বলেছেন হোমিওপ্যাথি কলেজের নিচে বেশ কিছু দোকান আছে আপনি একটু ওখানে খোঁজ নিতে পারেন। ওখানে এসে তেমন কাউকেই আমি চিনি না। তারপরও একজন ক্রেতা হিসেবে দোকানে গিয়ে যেভাবে কথা বলে সেভাবেই কথা বললাম। তিন চারজন লোক বসে ছিল । আমি যার সাথে কথা বললাম তিনি দোকানের অন্য একজনকে বলল তুমি কি পারবে?
তখন সে আমার বিষয়টি জানতে চাইলো এবং আমার ফোনটি দেখতে চায় ।আমি তখন তার কাছে বিষয়টি সব খুলে বলি এবং বলতে বলতে আমার চোখ থেকে জল চলে আসলো। হয়তো ভাই সেই বিষয়টা লক্ষ্য করেছে ।তারপর আমাকে বলল আমি আপনার বিষয়টি দেখছি কি করা যায় । তখন ভাই আমাকে বসতে বলল।তবে বয়সে আমার চেয়ে সে অনেক ছোট। তারপরেও কেন জানি তাকে দেখে মনে হল সে হয়তো কিছু একটা করে দিতে পারবে। কারণ তার ফোন অপারেটিং করার বিষয়টাই ছিল একটু অন্যদের চেয়ে ভিন্ন। শুধু আমাকে এটুকু বলল আপনার আইডিটা কতবার ট্রাই করেছেন। আমি বললাম অসংখ্য বার ।সত্য কথা বলতে কখনো পিছপা হই না। তারপরে সে বলছে আজকে আর কাউকে দিয়ে ট্রাই করাবেন না। আগামী দিন তিনটার সময় আমার সাথে দেখা করবেন ।ঠিক তিনটার সময় আমার অফিস টাইম। তারপরেও আমি তার সাথে দেখা করতে ছুটে যাই। আমার কাছে আমার জাতীয় ভোটার আইডি কার্ড টা আছে কিনা জানতে চায়। আমি বলেছি হ্যাঁ আছে তখন আমার ভোটার আইডি কার্ড টা নিয়ে সে যথারীতি কার্যক্রম স্টেপ বাই স্টেপ এগিয়ে চলছে ।পূর্বে এ ধরনের কার্যক্রম আরো অনেকেই বেশ কয়েকবার করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে। তবে মনের আত্মবিশ্বাস কেন জানি তার উপরে একটু বেড়েই চলছিল।সে নিগুর মনে কাজ করছে দোকানের অন্যান্য ক্রেতারা আসলে তাদের চাহিদাও পূরণ করছে। তাই আমি পাশে শুধু চুপ করে বসে ছিলাম ।তার নামটা পর্যন্ত শুনতে পারলাম না। দুদিন অতিক্রম হল শুধুমাত্র একটি ভিজিটিং কার্ড দিয়ে আসলাম, যে ভাই আমার যদি কখনো দরকার হয় প্লিজ একটু ফোন দিবেন। এই আইডির মধ্যে আমার জীবনের সকল শ্রম সাধনা, আমার পিতা-মাতা যত সব স্মৃতি এ আইডির মধ্যেই রেখে দেওয়া ।তাই আইডিটি হারালে আমি খুব মানসিক ভাবে ভেঙ্গে পড়বো। তখন হয়তো ভাই বিষয়টি নিজের মনে করে দেখলেন ।শুধু আমাকে বললেন দেখি কি করা যায় আপনার জন্য ।তবে চিন্তা করবেন না আমি আমার সাধ্যমত চেষ্টা করব। তখন নবীনের মুখে একটু হাসি দেখলাম আমারও একটু মনের মনোবল বেড়ে গেল। পরের দিন আবারো আমাকে যেতে বলল ।আজ সেই দিন বৃহস্পতিবার আমাকে ঠিক তিনটার সময় যেতে বলে। কারণ ঐসময় তার দোকানের চাপটা একটু কম থাকে। তাই ওই সময়টা একটু ফাঁকা থাকে। আমি যতটুকু বুঝলাম তাতে মনে হলো সে ওই দোকানে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করছে। তাই তার নিজের স্বাধীনতাও পুরোটা হয়তো দিতে পারছে না। এটাও আমি বুঝতে পারছি।আমি দ্বিতীয় দিন আসার আগে শুধু জানতে চাইলাম ভাই আপনার নামটা কি।সে বলল আমার নাম মামুন। তখন জিজ্ঞাসা করলাম পড়াশোনা করেন কোথায়? তখন মামুন ভাই বলল হাজী মহসিন কলেজ অনার্স ৪র্থ বর্ষ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করি। আমি বাসায় এসে স্বপ্ন দেখতে শুরু করলাম। হারিয়ে যাওয়া বাবার কথা স্মরণ করলাম, বাবা বলেছিলেন তোর কখনো বিপদ হবে না। তোর সকল সমস্যার সমাধান হবে। তুই অনেক সুখে থাকবি তাই বাবার কথাটা মনে পড়ল। মনোবল টা আরো একটু শক্ত হলো। আজ বৃহস্পতিবার বিকাল তিনটার সময় যাওয়ার কথা। আর ঠিক তিনটার সময় থাকে আমার প্রতিষ্ঠানের ক্লাসের টাইম ।প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের উপর দায়িত্ব দিয়ে আবারো চলে যাই মামুন ভাইয়ের কাছে। গিয়ে দেখি মামুন ভাই দোকানে নাই। দোকানে যিনি ছিলেন তার কাছে জানতে চাইলে তিনি বলেন একটু বাইরে গেছে। আমাকে বসতে বললেন। তার একটু পরেই মামুন ভাই আসলো।এসে মামুন ভাই আমাকে দেখে হাসি দিয়ে বললেন ভাই আপনি আসছেন ।আমি বললাম একটু আগেই চলে আসছি। মামুন ভাই ফোনটি হাত থেকে নিল জানতে চাইলো কোন মেইল আসছে কিনা ।আমি বললাম ১১:৩০ মিনিটে একটি মেইল এসেছে। ভাই ফোনটি নিয়ে আবারো কাজ করা শুরু করল। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি রোজা আছেন? মামুন ভাই বলল হ্যাঁ। আমি রোজা আছি ।আমি না পারছি নিজে কিছু খেতে না পারছি মামুন ভাইকে কিছু খাওয়াতে। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে ।দুপুরে কিছুই খাওয়া হয়নি, স্নান হয়নি। কারণ জীবনের স্বপ্নগুলো সব ওই ফেসবুক আইডির মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই ভুল করেছিলাম সকল তথ্য ওভাবে রাখার জন্য ।কারণ একসময় লেখকরা কোন কিছু কাগজে বা ডাইরিতে লিখে রাখতো।তাদের জীবন পরপারে চলে গেলেও তাদের কর্মকাণ্ড থেকে যেত কাগজের পাতায়।কিন্তু আমি যে দুশ্চিন্তায় ভুগছি আমি যা রাত জেগে সৃষ্টি করেছি,নিজের চিন্তা চেতনা থেকে হাজার খানিক লেখা সবকিছু এমন করে নষ্ট হয়ে যাবে?বাবা তুমি বলেছিলে তোর সকল বিপদ থেকে মুক্তি পাবি তবে কখনো অসৎ কাজ করবে না। বাবা-মার দেওয়া প্রতিশ্রুতি এখনো ভঙ্গ করিনি। কাউকে কোনদিন ঠকিয়ে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোন কাজ করি না। ভবিষ্যতে করবো বলেও চিন্তা করি না ।তবে কেন এরকম হলো। হে সৃষ্টিকর্তা তুমি আমাকে আমার ফেসবুকটি ফিরিয়ে দাও ।আর মামুন ভাইয়ের চেষ্টা দেখে আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি ।লিখে প্রকাশ করা যাবে না ।আজ সকালে একজনের সাথে আমার ফেসবুকে কথা হয় আমার আইডিটি নিয়ে। তাকে কথায় কথায় বললাম যে আমার ফেসবুকটা ফিরিয়ে দিবে আমি তার সাথে প্রেম করবো। সে তখন আমাকে প্রতি উত্তর দিল সে যদি ছেলে হয়?আমি তখন তাকে বললাম কেন ছেলেদের সাথে প্রেম করা যায় না?সে একজন দেশ প্রেমিকও হতে পারে। প্রেম কি শুধু বিপক্ষ লিঙ্গের সাথে করা হয়? এটা সম্পূর্ণ ভুল ধারণা ।তাকে আজ থেকে আমি আমার একজন খুব ভালো বন্ধু মনে করবো। এই ফেসবুক আইডিটি নিয়ে আমি কত মানুষের সাথে যে আলোচনা করেছি আমি কত মানুষের কাছে অনুরোধ করেছি।যে কোন টাকার বিনিময়ে ফেসবুক আইডিটি ফিরে পেতে চেয়েছিলাম ।যদিও আমার প্রতিষ্ঠানের একজন সদস্য সেও বেশ কয়দিন ধরে কষ্ট করেছে উদ্ধার করতে পারেনি। অবশেষে মামুন ভাই তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কাজ করছে তার মধ্যে হয়তো ১০ থেকে ১৫ মিনিট অন্য ক্রেতাদের সাথে কথা বলেছে।সে যদি এই টাইমটা কাজ করতো তাহলে ৪০০-৫০০টাকার কাজ করতে পারতো। আমি তাকে কাজের শুরুতে বলেছিলা আপনাকে খুশি করবো।আর একজন ক্রেতা আসলে আমি তার কাছে একটু অনুমতি চাই আমি কি একটু বাইরে যেতে পারি? তখন প্রচন্ড ঘুম আসছিল শরীরটা খুবই ক্লান্ত। দুপুরের স্নান খাওয়া কোনটাই হয়নি। তাই একটু চা খেলে হয়তো স্বাভাবিক জীবন ফিরে পেতাম ।একটু চা খেলাম, চা খেয়ে মামুন ভাইয়ের জন্য দুটি চকলেট নিয়ে আসলাম যেন রোজার পরে চকলেট দুটি খেতে পারে ।চকলেট দুটি মামুন ভাইকে দিলে তার ড্রয়ারে রেখে দিল ।তার কিছু সময় পরে দেখি মামুন ভাই একটু হাসি দিল এবং আমার ফেসবুক আইডির আইকনটি দেখতে পেলাম। তবে ফেসবুক আইডির আইকনে একটি তালা রয়েছে। আমি তখন মামুন ভাইকে খুব চিন্তিত দেখলাম। তখন আমি ভাবলাম তালা মানেই তো সেটি লক রয়েছে ।আমি তার কাছে কিছু জানতেও পারছি না কারণ সে খুবই চিন্তিত এবং আমার বিষয়টা নিয়েই চিন্তিত। তাই তার মতো তাকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। তাই আমি তাকে কোন প্রকারে ডিস্টার্ব না করে বসে ছিলাম। আবারো আমার কাছে আমার স্মার্ট কার্ড টি চাইলেন তখন শুধু আমাকে বলল গত ৩ এপ্রিল আপনি যদি আমার কাছে আসতেন তবে আপনাকে ঐদিনই ফেসবুক আইডিটি ফিরিয়ে দিতে পারতাম।ফেসবুকের গাইড লাইনের বাইরে গিয়ে কাজ করা হয়েছে তাই তারা হ্যাকার মনে করে আপনার ফেসবুক লক করে দিয়েছে ।এখন লক খোলার জন্য যে কি করতে হবে এটাই চিন্তায় পড়ে গেলাম।আবারও স্মার্ট কার্ড হাতে নিয়ে আবারও চেষ্টা শুরু হলো ।এদিকে ইফতারের সময় চলে আসলো। অবশেষে একটি মেইল আসলো সে কোডটি নিয়ে তার কার্যক্রম থেকে সফলতা অর্জন করল।আমি কিছুই বুঝছি না শুধু তার মুখের দিকে তাকিয়ে ছিলাম। তার মুখের হাসি দেখে মনে হল এই মনে হয় আমার ফেসবুক খুলে গেল।ফিরে পাব আমার শিল্প সাধনা। সে যে কি আনন্দ! তখন আমি হাসবো না কাঁদবো কি করবো বুঝতে পারছি না। মামুন ভাই আমার কাছে খুবই অপরিচিত একজন ব্যক্তি। তাকে শুধু বলেছিলাম আপনাকে আমি খুশি করব।আমার ফেসবুক যদি আপনি ফিরিয়ে দিতে পারেন তখন আমি আবারও তার কাছ থেকে একটু ৫ মিনিটের অনুমতি নিয়ে বাইরে গেলাম।বাইরে থেকে আসলে আমাকে বলে যান আপনার ফোন নিয়ে এবার আপনার প্রতিষ্ঠানে চলে যান। আর ভালো থাকবেন। আমি তখন বললাম মামুন ভাই আমার করনীয় কি ?আমাকে মামুন ভাই বললেন কেন আমাকে তো চকলেট দিয়েছেন। আমি তখন ভাষা হারিয়ে ফেলেছি এই পৃথিবীতে এখনো এমন মানুষ আছে ।আমার দেখা হয়তো শ্রেষ্ঠ মনের মানুষ ।এযুগের এক সাহসী যুবক ।এজন্য বলব সে হার মানতে জানে না ।সে আমাকে কথা দিয়েছিল তার জন্য তারও এই দুদিন ঘুম হয়নি। এটা আমি বুঝতে পেরেছি। কারন আমি তাকে বারবার বলেছি আমার বাবা মার সকল স্মৃতি এই ফেসবুকের সাথে জড়িয়ে আছে ।আমি ফেসবুকটি না পেলে অনেক কষ্ট পাব। তাই তার চিন্তা হলো। আমাকে সে কষ্ট থেকে মুক্ত করার জন্য আমি তাকে কিছু টাকা দেওয়ার কথা যখনই বললাম তখনই আমাকে বলল ভাই আপনি আর একবারও এই কথা বলবেন না। আপনার ফেসবুক ফিরে পাওয়ার দরকার ছিল আর আমার কর্তব্য ছিল ফিরিয়ে আনার ।তাই আমি আমার চেষ্টা থেকে আমার কর্তব্য পালন করেছি ।আপনি তো আমাকে চকলেট খাওয়াইছেন আর কিছুই দরকার নাই ।আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে ছিলাম। আমি তাকে বললাম বড় ভাই হিসেবে যা দিয়েছি এটি নিতেই হবে। আমি কিছু টাকা নিয়ে তাকে দেওয়ার চেষ্টা করলাম। তখন সে খুব উচ্চস্বরে বলে উঠলো তবে কিন্তু ভাই আবার ফেসবুক ব্লক করে দিব। কোনটা আপনি চান ।আমি কিছুই বলতে পারলাম না। তখন আমি বললাম পরে আবার আসবো। শুধু বললো আপনার যখন ইচ্ছা মনে হয় আপনি আসবেন ।তাই মামুন ভাইয়ের সাথে শনিবারে দেখা করব এমন কথা বলেই সেখান থেকে বের হয়ে আসলাম ।কি যে আনন্দ লিখে প্রকাশ করতে করা যাবে না। আমি যেন তার এই কৃতজ্ঞতা কখনো না ভুলে যাই। তার জন্য আমি লিখে রাখার চেষ্টা করলাম ।আর এই জন্য কেউ ভুল করে না জেনে না বুঝে কোন সফটওয়্যার ইউজ করা উচিত না এটাই হলো লেখার মূল কারণ ।আমার আরো ফেসবুক আছে আমার প্রতিষ্ঠানের নামে।সেগুলো হারিয়ে গেলে আমি মোটেও চিন্তিত হতাম না। কারণ ফেসবুক যখন ইচ্ছা তখনই একটি খুলে নেওয়া যায় ।আমি কাউকে বুঝাতে পারিনি আমার ফেসবুকটিতে কত সম্পদ রয়েছে যা এক সময় হতে পারে অমূল্য রতন। কারণ শিল্পীরা যা সৃষ্টি করে ভবিষ্যতে তা অমূল্য রতন হয়ে দাঁড়ায়।আমি একজন শিল্প সাধক মানুষ আমার শিল্পচর্চা আমার সকল সাধনা এই ফেসবুকের মধ্যেই ছিল ।তাই আমি আবারো মামুন ভাইকে ধন্যবাদ জানাই এবং তার এই কৃতজ্ঞতা আমি যেন কখনো না ভুলে যাই তার মতো যুবক একদিন এই দেশের অনেক সুনাম বয়ে আনবে এটা আমার বিশ্বাস। আমি তাকে বড় ভাই হিসেবে আশীর্বাদ করি পড়াশোনা করে অনেক বড় হও এবং দেশের জন্য ভালো কাজ কর। তোমার পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করি।তারপরে আমি ফোনটি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দুমাস পরে আমার ফেসবুকটি ফিরে পেয়ে ভেবেছিলাম অসংখ্য মানুষ হয়তো আমাকে খুজছে।দুইমাস ফেসবুকে না ঢোকার কারন জানতে চাইবে এমনটাই আশা করেছিলাম। কিন্তু ম্যাসেঞ্জার ভিজিট করে দেখতে পেলাম অসংখ্য ম্যাসেজ।গত ৫ই মার্চ আমার জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে সবাই শুভেচ্ছা জানিয়েছে। শুধু মাত্র একটি ম্যাসেজ ছিল ভিন্ন।৪৯৮২জন বন্ধুর মধ্যে শুধু মাত্র একজনই জানতে চেয়েছে আমার কি হয়েছে?আমি অনলাইনে আসিনা কেন? তিনি হলেন খুলনার একজন জনপ্রিয় নাট্য অভিনেতা কামরুল কাজল। তিনি আমার একজন ভালোবাসার মানুষ।আজ থেকে আমার হৃদয়ে আরও স্থান করে নিয়েছে। তিনি হলেন প্রকৃত বন্ধু । আমাকে যারা চেনেন আমাকে যারা ভালবাসেন সকলের মঙ্গল কামনা করে আমার এই লেখাটির এখানে ইতি টানছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102