শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

বেনাপোলে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১৪ আসামী গ্রেফতার

Sanu Ahmed
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩১৮ Time View

 

মোঃ রাসেল হোসেন, যশোর প্রতিনিধ :

যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের রায়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ এবং ২০পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা সহ ০২ জন,মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
বেনাপোল পোর্টথানা পুলিশ সূত্রে জানা গেছে,যশোর জেলা আদালত কর্তৃক উপরিল্লিখিত আসামীগণের বিরুদ্ধে গ্রেফতারীর নির্দেশনা পাওয়ায় শুক্রবার(৭ এপ্রিল/২০২৩) ভোর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীগণের নাম,ঠিকানা-১।মোঃ রানা (২২), পিতা- মোঃহারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), ২। মোঃ সামছুর রহমান ৥শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), ৩। মোঃ আক্তার হোসেন ৥বুনো আক্তার(২৫), পিতা-মোঃ অহিদুল্লাহ ৥ বল্টু, মাতা-মোছাঃ বানেছা বেগম, সাং-সাদিপুর (আস্তানাপাড়া), ৪। মোঃ বেল্লাল, পিতা-মোঃ জিয়াউর রহমান, মাতা-সাজেদা বেগম, সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), ৫। মোঃ আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ৬। মোঃ ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, ৭। মোছাঃ হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), ৮। মোঃ ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, মাতা-সাজেদা খাতুন, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), ৯। মোঃ ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, ১০। রহমত (৪৮), পিতা-সামসুর রহমান ৥ সন্তোষ, সাং-কাগমারী, ১১। আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, ১২| আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং ২০ পিচ ইয়াবা সহ আসামী ১৩। আবু বকর সিদ্দিক(২৫).পিং ইউসুফ আলী সাং বড়আচড়া এবং ২৫০ গ্রাম গাজাসহ আসামী ১৪।মোঃ জাহিদ হাসান (৩৫) পিং ইসমাইল মোড়ল সাং দক্ষিন বারপোতা উভয় থানা বেনাপোলদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন, যশোর জেলা সদর বিজ্ঞ আদালতের রায় এবং যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয় এর নিদের্শ পেয়ে বেনাপোলের বিভিন্ন এলাকায় সাড়াশী অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় যশোর জেলা সদর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102