শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন

সুনামগঞ্জে বিসিক শিল্পীনগরী পরিদর্শনে আসেন  পুলিশ সুপার মো: রওশনুজ্জামান সিদ্দিকী।

Sanu Ahmed
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ Time View

আমির হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

শিল্পাঞ্চল পুলিশ ৮ সিলেট এর আয়োজনে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিল্প এলাকায় আইন শৃঙ্খলা এবং বেতন- বোনাস সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ বিসিক কার্যালয় হলরুমে সিলেট শিল্পাঞ্চল পুলিশ ৮ এর এসপি মো: রওশনুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে সুনামগঞ্জ অবস্থিত বিসিক শিল্পনগরী মত বিনিময় সভা পরিদর্শনকালে বিসিক শিল্প মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া এসপির কাছে উত্থাপন করা হয়। এর প্রেক্ষিতে দেয়া বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।শিল্প সমিতির দেয়া দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- বিসিক এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বৈদ্যুতিক সমস্যার সমাধান, নতুন করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেয়া, বিসিক এলাকার সম্প্রসারণ, সার্ভিস চার্জ ও হস্তান্তর ফি কমানো, বিসিক এলাকার নিরাপত্তা প্রসঙ্গ এবং রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের ব্যবস্থা নেয়া। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। সুনামগঞ্জ বিসিক শিল্পী নগরীর উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সুনামগঞ্জ পৌরসভার সদয় দৃষ্টি কামনা করেন এসপি মো: রওশনুজ্জামান সিদ্দিকী।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিলেট শিল্পাঞ্চল ইন্সপেক্টর আব্দুল জলিল, সুনামগঞ্জ বিসিক উপ পরিচালক এম এন এম আসিফ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক, বিসিক হিসাব রক্ষণ কর্মকর্তা মফিকুর রহমান কনক সহ শিল্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102