শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

কবিতাঃ- বাবা তোমাকে আজ বড়ো মনে পড়ছে

Sanu Ahmed
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৬৬ Time View

 

সন্দ্বীপ কুমার ঘোষ

 

বাবা তোমাকে আজ বড়ো মনে পড়ছে

আর নির্জন গোপনে অশ্রুজল ঝরছে !

আমি কোনদিনই শোকে কাঁদি না

নিজের চোখে আপনজনদের অনেক মৃত্যু দেখেছি

শোকে মূহ্যমান হয়েছি বুকে পাষাণ বেঁধে !

বুঝতে শিখে প্রথমে জ্যেঠিমার মৃত্যু দেখেছি

ছোটবোন আন্না ঘোষের মৃত্যু দেখেছি !

প্রিয় ঠাকুর দার জ্যাঠা মহাশয়ের মৃত্যুও দেখেছি !!

 

কিন্তু আমি কাঁদিনি কখনোই কাঁদিনি !

গর্ভধারিনী জননীর মৃত্যুর দিন ছিল ৫ ই নভেম্বর/২০০২ খ্রিঃ

সেদিন আমার হৃদয়টা এক অজানা আশংকায় ছিল !

সারাটা দিন কর্মের মাঝেও মনটা ছটফট করছিল

সেদিন বুঝিনি চিরতরে আমি মাতৃহারা হবো !

আমি আর মা নামে ডাকতে পারিনি বিশটি বছর

ঘরে এসে মা নামের অভাগিনী রে দেখতে পাই না !

তাই ভুলে থাকি আর গোপনে আড়ালে অশ্রুজল ঝরে।।

 

আমি কাঁদি না, হৃদয় গহীনে শুধু কষ্ট অনুভূত হয় !

তবু তুমিতো ছিলে বাবা ! তাও হারিয়েছি চার বছর

আমি এখন সম্পূর্ণ অভাগা পিতৃ-মাতৃহীন অনাথ !

ভুলে থাকতে চাই এই হারানোর ব্যথা অকপটে

কিন্তু পারিনা ! পারিনা মনকে মানাতে !

তোমার কিছু একগুঁয়েমি স্বভাব আমাকে পীড়া দিতো

আমি তোমার একটি পুত্র সন্তান ছিলাম এ-ই কূলে

কিন্তু পারিনি তোমার সেবা করতে যথেষ্ট প্রতুলে।।

 

কি জানি হঠাৎ করে নির্জন নিরালায় হৃদয়টা

ক্ষণিকের অবচেতনে দুমড়ে মুচড়ে উঠে হয় চৌচির !

তখনই স্মৃতির দুয়ারে তোমার ছবিটি ভাসে

তোমার মৃত্যু দিনের ছবিটি চোখের জলে ভেজে

তখনই মনে পড়ে তুমি নেই এই ভূবণ মাঝে !

আর আমি দূর্বল হয়ে পড়ি একাত্মতায়

আমি অনুভব করি পিতা হারানোর শোক !

আর চোখের জল লুকিয়ে আকাশের দিকে তাকাই অপলক !!

 

আজও সেইরকমই অনুভূত হচ্ছিল গোধূলি সন্ধ্যায়

তখন আমি বাড়ি ফেরার পথে ছুটছি গাড়িতে

কি জানি হঠাৎ পড়লো মনে তোমাকে বাবা !

তুমি ছোটকালে আমাকে অনেক শাসন করেছ

অন্যায়ভাবেও আমাকে অনেক নিষ্ঠুরভাবে মেরেছ

তাতে আমি কোনদিনই কষ্ট পাইনি সেরকম !

কিন্তু বাবা নামের মানুষটির অন্তর্ধ্যানে এতো বেশি কষ্ট !

তা অনুভূত হচ্ছে শোক বহ্নিতে হৃদয় জ্বলে স্পষ্ট।।

 

আজ বুঝেছি পৃথিবীতে আমি একেবারে একা

মাথার উপর ছায়া নেই বাবা নামের সেই বটবৃক্ষের !

নেই জননীর ক্রোড়ের স্নেহ মায়া মমতা

নেই খোকা নামে ডাকের আদুরে ফুলঝুরি !

নেই পৌষ পার্বণের সেই মমতামাখা পিঠা পুলি

একটি অভিমান করেই এসব শোক ভুলে থাকি

তবুও তোমাকে জননীকে স্মরণ করি অহরহ !

মুছে ফেলিনি তোমাদের সেই স্নেহমাখা বিগ্রহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102