শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর দুই শিক্ষার্থী সরকারি চাকরিতে চান্স পাওয়ায় একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন

Saddam uddin Raj
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View

 

মাহমুদুল হাসান লিমন মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার মনোহরদী থানাধীন শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর দুই মেধাবী ছাত্র।২০০৮ ও ২০০৭ ব্যাচের। (রফিক আবেদিন, ৪১তম বিসিএস এ উপজেলা মৎস কর্মকর্তা) এবং( তানভীর ইসলাম নাহিদ, উপজেলা বন কর্মকর্তা) হিসেবে সুপারিশ প্রাপ্ত হলে । শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর সকল শিক্ষকদের পক্ষ থেকে তাদের দুজন কে অভিনন্দন জানান শিক্ষকরা৷ একাডেমীর সিনিয়র ইংলিশ লেকচারাল হাবিবুল্লাহ বাহার স্যার তাদের প্রসঙ্গে আরো বলেন। তারা অত্যন্ত সহজ, সরল, নম্র, ভদ্র,সদালাপী,ধার্মিক ও সচ্ছ মেধাবী শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর ২০০৮ এর ব্যাচ জিপএ -৫ পাওয়া ছাত্র রফিক আবেদীন ৪১ তম বিসিএস এ উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ২০০৭ ব্যাচ এর ছাত্র তানভীর ইসলাম নাহিদ উপজেলা বন কর্মকর্তা হিসাবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় একাডেমী পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের মোবারকবাদ জানাচ্ছি। আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি প্রবল ইচ্ছা বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সফল করে দেন। তোমরা আবারও প্রমাণ করলে শাহাবউদ্দিন একাডেমীর জয়যাত্রা এখনো থেমে যায়নি ইনশাল্লাহ চলছে চলবে। প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের প্রতিটি সহকারী শিক্ষক কর্মচারী বিদ্যালয়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সচেষ্ট রয়েছে।আমাদের পেশা গত প্রশিক্ষন থেকে প্রাপ্ত মটিবেশনাল অভিজ্ঞতা যেমন গান গাওয়া, অভিনয় করা, আবৃতি করা যাদু দেখানো মোরাল স্টরি উপস্হাপন করে অমনোযোগী ছাত্র-ছাত্রী কে ক্লাসের প্রতি মনোযোগী করার বিষয়ে আমাদের শিক্ষকগন সদা সতর্ক রয়েছে।একজন আদর্শ শিক্ষকের সকল যোগ্যতা মনে প্রানে ধরে রাখার জন্য আামরা খুবই খেয়ালী।আমরা যখন প্রশিক্ষনে অংশগ্রহণ করি তখন আমদের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠ স্হান অর্জন করতে সফল হয়ছি।নিজে আদর্শ মানুষ হলে অন্যের আদর্শ মাপার যোগ্যতা অর্জন হয়।

সকল শিক্ষাীর্থর জীবনে প্রতিটি মুহূর্ত শুভকামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102