শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জে ঘোড় দৌড়ে কয়েক লক্ষাধীক মানুষের ঢল

Saddam uddin Raj
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

 

 

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘ঘোড়া’ কবিতার কয়েকটি লাইন এ রকম, ‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে/প্রস্তরযুগের সব ঘোড়া যেন-এখনো ঘাসের লোভে চরে…।’ না, এ ঘোড়াগুলো মহীনের নয়, কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরেও তারা ঘাসের লোভে আসেনি। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং ও আকারের প্রায় ১৫/২০টি ঘোড়া মিলিত হয়েছিল এ ঘোড় দৌড়ে। এগুলো এসেছিল জয়-পরাজয়ের খেলায়। পৌষের কুয়াশামাখা শীতের দুপুর থেকে সন্ধা পর্যন্ত ঘোড়ার দৌড়ে দৌড়ে রঙ্গিন করে মাতিয়ে তুলেছে এই ঘোড়া ও ঘোড়সওয়ারের দল।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের ঘৌড় দৌড় মাঠে সোমবার (১৫ জানুয়ারি) পোষ সংক্রান্তি উপলক্ষে শত শত বছরের পূর্ব থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই দ্বাবাহিকতায় এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে প্রায় ১৩টি ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগীরা। সোমবার বিকেলে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। বিকাল বেলা মো: মছদ্দর আলীর সভাপতিত্বে জিতেশ সূত্রধর ও রনজিত সূত্রধর এর যৌথ পরিচালনায় উক্ত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট মুজিবুর রহমান কাজল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, মো: আমির হোসেন, ইউপি সদস্য মো সমসু মিয়া সাবেক ইউপি সদস্য অসিত রঞ্জন সূত্রধর, মোর্শেদ মিয়া, ইসলাম উদ্দিন, মনির মিয়া, সুব্রত দেব,আলাল মিয়া, আজাদ মিয়া, জামাল হোসেন, আলী হোসেন, হোসেন আলী, সিতার মিয়া, অবি সূত্রধর, ইসলাম উদ্দিন, মশোদ মিয়া, সূর্বদেব, হোসেন আলী, জামাল মিয়া, আলী হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। তবে, খেলা চলাকালীন সময়ে একটি ঘোড়া লাইনের বাহিরে গেয়ে উল্টো হয়ে পড়ে ঘোড়া পায়ে পচন্ড আগাতপ্রাপ্ত হয়। এ প্রতিযোগিতায় ১৫টি ঘোড়ার মধ্যে তিনটি করে দৌড় অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করে চুনারুঘাটের সাজিদ মিয়ার সোনার মেডেল, আলমপুরের আলাল মিয়ার জয়রাজ দ্বিতীয় স্থান অর্জন করে, মিনাজপুর গ্রামের ময়নুল মিয়ার বীর সুলতান তৃতীয় স্থান অর্জন করে, চুনারুঘাটের ইলাছ মিয়ার আর্মি সেনা চতুর্থ স্থান অর্জন করে, আলমপুরের আবু ইউসুফের সিন্দবাদ পঞ্চম স্থান অর্জন করে, সর্দারপুরের নুর উদ্দিনের কালারাজা ৬ষ্ট স্থান অর্জন করে। ঘোড় দৌড় শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ ঘোড় দৌড় দেখার জন্য নবীগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ, চুনারুঘাট সহ বিভিন্ন জেলা ও উপজেলা সহ গ্রামের কয়েক লক্ষাধীক মানুষের মিলন মেলায় পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102