শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

গলাচিপা সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

Sanu Ahmed
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

ফাল্গুনের ডাক চারদিকে তখন গাছে গাছে কৃষ্ণ চূড়া ফুলের সমারোহ আর তখনি বিদ্যালয় প্রাঙ্গণ অতিক্রম করে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারি শিক্ষার্থীদের বিদায়ের পালা। সামনে ১৫তারিখে এসএসসি পরীক্ষা আর এই উপলক্ষে গলাচিপা উপজেলার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ইং শিক্ষাবরষে এসএসসি পরীক্ষার্থীদের অদ্য ১২/২/২৪ইং তারিখ সোমবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সুনাম ধন্য প্রতিষ্ঠানটিতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারি শিক্ষার্থী সংখ্যা ৪০ জন। অত্র বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ নাসির উদ্দীন হাওলাদার চেয়ারম্যান ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদ কিন্তু তাকে সময় মত উপস্থিত হতে দেখা যায়নি,বিশেষ অতিথি ছিলেন আঃ হালিম হাওলাদার সভাপতি ২ নং গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ কিন্তু তিনিও সময় মত উপস্থিত হয়নি। এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাজা মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিসেস জুলেখা আক্তার, শিপন চন্দ্র রায়, মাওলানা রফিকুল ইসলাম, মারজিয়া মুক্তা এবং অন্যান্য শিক্ষক মন্ডলী সহ অত্র প্রতিষ্ঠানের অফিস সহায়ক কর্মচারী এবং অবিভাবক মহল। অবিভাবকদের তেমন কোন উপস্থিত ছিলো না এর কারণ সম্পর্কে এক অবিভাবক বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানিয়ে কোন অনুষ্ঠান করে না। তাঁরা আরও বলেন এই বিদ্যালয় টির বয়স প্রায় ২৭ বছর এই ২৭ বছরে বিদ্যালয়টিতে তেমন উল্লেখযোগ্য কোন অনুষ্ঠান হয়নি। কোন স্পোর্টস, সাংস্কৃতিক বিষয়ক কোন অনুষ্ঠান এ বিদ্যালয় হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক আরেক অবিভাবক বলেন এখানে শুধু প্রধান শিক্ষক মোঃ রাজা মিয়ার কর্তৃত্ব চলে। এসময় শিক্ষক গন অত্র প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারি শিক্ষার্থীদের বলেন তোমরা আগামী দেশের ভবিষ্যৎ ভালো ভাবে পরীক্ষা দিয়ে এবং ভালো ফলাফল উপহার দিয়ে বিদ্যালয়কে আরো উজ্জীবিত করবে। এসময় বিদায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্যেশে ভাষনে বলেন, আমাদের সম্মানিত শিক্ষকগণ যে সুন্দর স্বপ্ন আমাদের দেখিয়েছেন মানুষের মতো মানুষ হয়ে দেশসেবায় নিয়োজিত হতে পারি সেই স্বপ্নের মর্যাদা আমরা আমাদের হৃদয়ে বহন করছি

যেনো এই বিদ্যালয় ও শিক্ষকদের সম্মান রাখতে পারি তাঁর জন্য সকলের কাছে আকুল

চিত্তে দোয়া চাইছি । আপনারা আমাদের প্রার্থনায় রাখবেন।

আমরা যারা সহপাঠী রয়েছেন, যারা অনুজ ভাই বোন রয়েছেন তাঁদের সাথে দীর্ঘদিনের

স্মৃতি সহজেই ভুলে যাবার নয় । সকলের প্রতি আমাদের ভালোবাসা ও শুভ কামনা রইলো। পরিশেষে আজকের এই বিদায়ের ঘনঘটায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি সবিনয় শ্রদ্ধা ও দোয়া রইলো।

পরিশেষে দোয়া ও মাহফিলের মধ্যে দিয়ে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কারি শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102