শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

সুরেশ্বর দরবারে পবিত্র দরবেশী সম্মেলন উদযাপন

Sanu Ahmed
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের ঐতিহ্যবাহী দরবার শরীফ সুরেশ্বর দরবারে ১৮, ১৯ ও ২০ জ্যৈষ্ঠ ১৪৩১ বাংলা মোতাবেক ১, ২ ও ৩রা জুন-২০২৪ইংরেজী শনি, রবি ও সোমবার উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া, বাংলার অলিকুল গৌরব রবি সুরেশ্বরীয়া তরিকার ইমাম, কোতবোল এরশাদ সুলতানুল মাওহেদীন ওয়াল কামেলীন, ফাখরুশ শায়েখীন, শামছুল ওলামা, হিজরী চৌদ্দশতকের মোজাদ্দেদ হযরত শাহ্ সূফী সাইয়্যেদ আহমদ আলী ওরফে মাওলানা জান শরীফ শাহ্ সুরেশ্বরী ক্বিবলা কা’বা (রহঃ)-এর রূহানী নির্দেশিত ও শামসুল আরেফিন রফিকুচ্ছালেহীন হযরত মাওলানা শাহ্ সূফী সাইয়্যেদ জালাল নূরী আফিআনহু (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত তিনদিন ব্যাপি ৫৭তম পবিত্র “দরবেশী সম্মেলন” মহান সুরেশ্বর দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যতার সাথে সম্পন্ন হয়েছে । ১৯শে জ্যৈষ্ঠ বাদ মাগবির জানশরীফ মঞ্জিল বাবা বেলাল নূরীর পবিত্র আস্তানা শরীফে বাদ মাগরিব আলোচনা, জিকির-আজগার, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে, পবিত্র “দরবেশী সম্মেলন” অনুষ্ঠানের তাৎপর্য, আশেকানে আউলিয়া, সমস্ত তরিকতপন্থীসহ্ সুরেশ্বরীয়া তরিকার সকল ভক্ত-মুরিদানদের উদ্দেশ্যে দৈনন্দিন জীবনে চলার উপদেশবলী, শরিয়ত-তরিকত ও তাসাউফের উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং সকলের দেহ-মনকে পুত ও পবিত্র করে, আত্মশুদ্ধি, আত্মচৈতন্য লাভের মাধ্যমে ইহ ও পরকালীন সুখ-সম্পদ লাভ করার জন্য দোয়া ও মুনাজাত করেন, মহান সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর ও মুর্শীদ ক্বিবলা গাউসে জামান হিজরী পনের শতকের মুজাদ্দিদ, সুরেশ্বরীয়া তরিকার রূপকার প্রবর্তক ও ঘোষক, কাজী নজরুল সুফি সোসাইটির উপদেষ্টা আলহাজ্জ্ব সাইয়্যেদ শাহ্ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী (মাঃ জিঃ আঃ), প্রতিষ্ঠাতা সভাপতি: আশিক্বীনে আউলিয়া পরিষদ বাংলাদেশ, সাবেক সভাপতি: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একমাত্র শাহ্জাদা ও কবি কাজী নজরুল সুফি সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুফি স্কলার ডক্টর সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির নূরী আল্ সুরেশ্বরী,
সাজ্জাদানশীন, দরবারে সুলতানুল আউলিয়া সুরেশ্বর দ্বায়রা শরীফ, নড়িয়া, শরীয়তপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102