সুরঞ্জন তালুকদার, মধ্যনগর সুনামগঞ্জ:
সুনামগঞ্জের সবচেয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ হাওরের বাতি ঘর হিসেবে খ্যাত মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্ছ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে সাবেক শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০জানুয়ারী রোজ শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি বলেন আমি এই আমন্ত্রিত কেউ নয় আমি আপনাদের মত একজন এই স্কুলের শিক্ষার্থী ,আমি কাঙ্খিত আজকে এখানে কারু কথা শুনার জন্য নয়,এই জে কোলাহল হাসাহাসি হচ্ছে এটাকে আমি স্বাভাবিক ভাবে নিচ্ছি , কারণ আজকে আমরা একত্রিত হয়েছি একে অপরের সঙ্গে দেখা করব কথা বলব,এই অনুষ্ঠানের জন্য কাউকে যদি কৃতিত্ব দিতে হয় তাহলে আমার শিক্ষকদের মধ্যে জিনি জীবিত রয়েছেন তিনি আমার শিক্ষক বসন্ত কুমার বিশ্বাস স্যার। কারণ তিনি অনুষ্ঠানটি করার জন্য সবসময় পিছনে লেগে রয়েছেন।যেকোনো ভালো কাজ করলে কিছু নিরলস পরিশ্রম কর্মী লাগে এই কাজ গুলো অন্তরালে থেকে করতে হয়,আমি তাদের খোঁজ খবর রাখি ও তাদের কে চিনি , আমি কৃতজ্ঞতা জানাই আয়োজকদের যারা আমাকে এখানে অতিথি করেছেন।এখানে আমাকে প্রধান অতিথি না করলেও আমি আসতাম কারণ আমার স্কুলের শতবর্ষ উদযাপনের আমি একজন রেজিষ্টার্ড মেম্বার,এই স্কুল উন্নয়নের জন্য আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি সবাইকে নিয়ে এই অনুষ্ঠান উপলক্ষে একটি এ্যালামনাই গঠন করি যেমন মধ্যনগর হাইস্কুল ও কলেজ নামে।এতে নবীন ও প্রবীণদের মধ্যে যোগাযোগ স্থাপন হওয়ার ব্যবস্থা হবে। তারপর প্রসঙ্গ আমি যেহেতু সরকারের একটি দায়িত্বে রয়েছি সুতরাং মানুষ বিভিন্ন সম্যসার কথা উত্থাপন করবে এটাই স্বাভাবিক,আর সমস্যার কথাগুলো আমি নিজেও জানি আমিতো এই এলাকার এই ছেলে।সমস্যা গুলো সমাধান করার দুইটি দিক আছে একটি হলো আমার মন্ত্রনালয়ের সেগুলো আমি নিজেও সমাধান করতে পারি আর অন্য গুলোর সমাধান অন্য মন্ত্রনালয়ে থাকলে আমি সুপারিশ করে দিতে পারি। আমার এলাকার সমস্যা গুলো আমার সামনে পড়লে আমি সমাধান করার জন্য সবসময় তৈরি থাকি। সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রসাশক ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান (পিপিএম ),বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম হায়দার,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রকৌশলী খুশি মোহন সরকার, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.রমাবিজয় সরকার,শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আমিনুল তালুকদার,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমারঞ্জন সরকার মলয়,সাবেক শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের প্রফেসার গোলাম জিলানী,সাবেক শিক্ষার্থী সাংবাদিক অভি মঈনুদ্দীন সাবেক শিক্ষার্থী তুষার আলম।