মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিলনমেলা ও বনভোজন সম্পন্ন হয়েছে।
১০ জানুয়ারী,শুক্রবার উপজেলার চুনতি ইউনিয়নের চাম্বী লেকে মিলনমেলা ও বনভোজন সম্পন্ন হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজাদ শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতকানিয়া-লোহাগাড়ার ছাত্র সমন্বয়ক তামিম মির্জা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামুল হকের বড় ভাই মোহাম্মদ মুহিব, লোহাগাড়ার সদর ইউনিয়নের দায়িত্বশীল আব্দুল্লাহ আল নোমান, আধুনগর ইউনিয়নের দায়িত্বশীল জহির উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়নের দায়িত্বশীল শাহেদুল হক রনি, চুনতি ইউনিয়নের দায়িত্বশীল সৃজন সাকিব, চরম্বা ইউনিয়নের দায়িত্বশীল মোহাম্মদ সামি, কলাউজান ইউনিয়নের দায়িত্বশীল শফিকুল রহমান, পদুয়া ইউনিয়নের দায়িত্বশীল নেছারুল হক সাকিব, পুটিবিলা ইউনিয়নের দায়িত্বশীল রিদুয়ানুল হক।এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও লোহাগাড়ার অসংখ্য ছাত্রজনতা উপস্থিত ছিলেন।
মিলনমেলার বিশেষ অকর্ষন হিসেবে রেফেল ড্র, বিভিন্ন ক্রীড়ার আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা ও বনভোজন শেষ হয়।