আজ বিকালে কপিলমুনি আর্ট একাডেমিতে হঠাৎ করে সাংস্কৃতিক প্রেমী সমাজের গুণীজনরা পরিদর্শন করেন দৈনিক ইত্তেফাকের রিপোর্টার,পাইকগাছা উপজেলা “নিরাপদ সড়ক চাই” এর সভাপতি, কপিলমুনি প্রেস ক্লাবের আহবায়ক,বিশিষ্ট সমাজ সেবক জনাব সফিউল ইসলাম সহ “দৈনিক জন্মভূমির”কপিলমুনি প্রেস ক্লাবের বিশিষ্ট সাংবাদিক বাবু তপন কুমার পাল ও স্নেহাপদ ডাঃ ইউনুচ আলী।তারা ঘুরে ঘুরে আমার শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ছবি দেখেন এবং শিল্প-সাংস্কৃতিক বিষয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় আজকে অতিথিরা ভূয়সী প্রশংসা করেন। এবং আজকের অতিথি একাডেমিতে এসে কপিলমুনি আর্ট একাডেমির শ্রীবৃদ্ধির লক্ষে জনাব সফিউল ইসলাম একটা সুন্দর ফুলের টব প্রদান করেন ও প্রয়োজনীয় অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ উপদেশ মূলক তথ্য তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও প্রশংসা করেন শিল্পী কে বলেন আপনি আমাদের অঞ্চলের নবীন শিক্ষার্থীদের সুন্দর একটা লক্ষ্যে পৌঁছে দিবেন আমাদের বিশ্বাস আপনার সংস্পর্শে আসলে তারা মোবাইল আসক্ত থেকে দূরে থাকবে এবং ভালো কাজের সঙ্গে যুক্ত হবেন শিক্ষার্থীরা। চিত্রশিল্পী পবিত্র মন্ডল অতিথিদের ধন্যবাদ জানায় এবং বলেন আমি খুলনা,বটিয়াঘাটা ,
সুরখালীর সুন্দর মহল গ্রামের জন্মগ্রহণ করেছি কিন্তু এই গ্রামে এসে এখানের মাটিকে হৃদয়ে ধারণ করেছি।এখানের শিশুদের সঙ্গে নিজের শিল্পচর্চার শিক্ষা রেখে যেতে চাই। তাই কপিলমুনিতে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি
কপিলমুনি নামেই প্রতিষ্ঠা করেছি যাতে আমি না থাকলেও এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার মানুষরা হৃদয়ে ধারণ করে নেন এমন প্রত্যাশায়
এই পথ চলা। তাই সব সময় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি । তিনি তাদের সম্মুখে বলেন আপনারা আমার ছোট্ট প্রতিষ্ঠানে এসেছেন সত্যি আজ আমি গর্বিত– আপনাদের সার্বিক মঙ্গল কামনা করছি।
তারিখঃ১৪-০১-২০২৫