রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

কবিতাঃ গ্রামের নাম কলমিলতা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

কলমেঃ কামরুন নেসা লাভলী

তন্দ্রাছন্ন হয়ে কখন ঘুমের ভিতর
ডুবে গেছি—-

সেই ছোট্ট গ্রাম —
গ্রামের নাম কলমিলতা
পাশ দিয়ে নদী , নদীতে
বাইয়া চলে নৌ মাঝি
গান গাইয়া জীবনের পথ
খুঁজনের আশা বান্ধে ।

সে – ই আমি আঁকা / বাঁকা
পথের ধার দিয়া ছুট দে ছুট —

হঠাৎ ! পিছন থেকে তুমি আইসা
চোখ ধইরা কইতা বলত ,
কইন্যা কে আমি ?

আমি অমনি তোমার হাতের স্পর্শে
বুকের কাঁপনে বুঝতাম —
তুমি আমার নাগর !

দুই জনে মিলে বকুলের তলে ফুল তোলা
ঝর্ণার ধারে গীত গাওয়া , নদীতে বইসা –
শেষ বিকেলে সূর্যের অস্ত ডোবা দেখতাম —

কি , যে চিক চিক করত —-
পশ্চিমা আকাশে সন্ধ্যার আগমনী ধ্বনি
প্রানের মইধ্যে কেমন যেন ভালো লাগার
কথা কইত ।

জামরুল , আম আরো কত কি গাছ ?
গাছ থেইক্কা আম পাইরা কইতা
নে , এত আদর কইরা কেউ সাধবোনা —

আমরা দুই জন শাকের উপর দিয়া
গ্রামের ভিতর পাঁচালীর গল্প
শুনতে যাইতাম —

তুমি ছিলে আমার মইধ্যে —
আমি ছিলাম তোমার অন্তরে

ঝিলে যেমন পদ্ম ফোটে আপন মনে
আমি তেমন পদ্ম জলে তোমার বুকে
ভাসতাম ।

হঠাৎ !
কি এক আতংকে ঘুম ভেঙে যায়
চিৎকার করে উঠি নাগর , নাগর !
এপাশ ওপাশ কোথাও
তুমি নেই —

স্বপ্ন ভাঙ্গে আর্তনাদে
চিৎকার করে উঠি
ডুকরে ডুকরে কাঁদি —

সেই করিডোর , জানালার ভারি পর্দা ,
দক্ষিণা বাতাসের সুগন্ধ
কার্পেটের গাম্ভীর্য সব —
সব কিছু অচেনা মনে হতে থাকে

নিজেকে সামলে নিয়ে শাড়ীর আঁচল
ঠিক করতে করতে আয়নায়
তোমার স্পষ্ট মুখচ্ছবি ভেসে ওঠে ।

তবুও বেরিয়ে পড়ি যান্ত্রিক কোলাহলে
নিত্য নৈমিত্তিক কংক্রিট ধুলো মাখা জীবনে ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102