মোছা: নাজমুন নাহার খান
পানি জমেছে বুকের ভেতর
যায় না দেখা তা
বাঁচতে হলে ছাড়তে হবে মায়া
সোনালী দিন, জমানো স্মৃতি।
কত শত ছেলে মেয়ে বাবা মায়ের হারানো আর্তনাদ,
করেছে বেকুল আমার।
তাইতো…
ফেলে রেখে ঘর, দিচ্ছি পাড়ি
জীবন বাঁচাতে আজ,
যদি আর না ফিরি ঘরে
না পাই মাটি কবরে
তবে ভাসিয়ে দিও আমারে
এক ফোঁটা হলেও
পানি চুষে নিয়ে যাবো মৃত শরীরে!