কলমে: আশফিকা আঁখি
হাঁড়িতে, বাটিতে ঠোকাঠুকি হয়
থাকে যখন একসাথে
তোমাতে আমাতে ভীষণ কলহ
অশান্তি হয় মাঝরাতে।
তবু দিনশেষে ফিরে আসি রোজ
টোনাটুনির সংসারে
দূরে থাকা ভাল্লাগে না
তোমার জন্য মন পোড়ে।
রাগলে তোমায় বিশ্রী দেখায়
হাসো যখন মন খুলে
মান অভিমান দূর হয়ে যায়
সকল কিছু যাই ভুলে।