বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

মোঃ কেরামত আলী’র একগুচ্ছ কবিতা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

০১- শূন্য হাতে আসা শূন্য হাতেই ফেরা
——————————
শূন্য হাতে পৃথিবীতে আসা,
শূন্য হাতেই ফেরা,এই শূন্য হাতেই
অনেক কিছু করা,অনেক কিছু রেখে যাওয়া,
শূন্যই প্রথম শূন্যই শেষ এইতো জীবন।

০২- মানুষ হওয়ার লাগবে
————————
আমি যদি কথা বলতে না পারি?
তাহলে বোবা হওয়াটাই ভালো ছিল।
মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ বল?
যদি না থাকে মনুষ্যত্ব!!

০৩- রাখা যায়
—————
ভালোবাসা দিয়ে যারে
রাখা যায় না।
খাঁচায় বন্দি করে রেখে
কি লাভ হবে?

০৪- বাঁচার অধিকার
——————–
বাঁচার অধিকার সবার আছে
পাগল কিংবা সাধারনই হোক।
বিবেকবান আর বিবেকহীন হোক
সবারই বাঁচার অধিকার আছে।

০৫- জীবন
————–
সব মানুষের জীবনে
সব পূর্নতা পায় না।
সব মানুষেরি জীবনে
কিছু অপূর্ণতা রয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102